অসহায়দের সেবাপ্রদানের মাধ্যমে শুরু হয় আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর কার্যক্রম। শীতে যাদের নেই উষ্ণতা, মেধা আছে যাদের পড়াশুনার সামর্থ্য নেই, ছিন্নমূল, পথশিশু, এ সকল দুর্দশাগ্রস্থ মানুষের দূর্দশা লাঘবে নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছে আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন। ASBF.BANGLADESH দ্বার সকলের জন্যই উন্মুক্ত। আপনিও হতে পারেন আমাদের একজন। শুধু প্রয়োজন আপনার স্বদিচ্ছা । আসুন আর্ত মানবতার সেবায় এক হই সকলে,এবং তুলে ধরি নিজেদের এবং ছিন্নমূল মেধাগুলো ।আমাদের স্বপ্ন অনেক কিন্তু সাধ্য সীমিত। তবুও প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায়,অবহেলিত,সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় নিরলস ভাবে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করে যাচ্ছে আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন ।সবাই ভালো থাকবেন।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়…
কলামিষ্ট কবির নেওয়াজ রাজ
সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন- বাংলাদেশ।