হাজীয়া বেবী বিন্তে বাছেদ
নবীনগর উপজেলা প্রতিনিধি,,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিডিআর আব্দুল মান্নান (৮৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। শুক্রবার সকাল ১০ ঘটিকায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার গ্রহণ করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সেলিম মিয়া । উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এমদাদুল হক, বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কেনু মিয়া, কসবার মুলগ্রাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং বিটঘর বাজারের ব্যবসায়ীবৃন্দ, এলাকাবাসী ও ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সাংবাদিক ইকবাল হাসান পিন্টু’র আব্বা। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের দ্বিতীয় জানাজা শেষে নিবরা কবরস্থানে দাফন করা হয়।