মোঃ ফিরোজ হোসাইন
ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে ও আবারো দেখা দিয়েছে বন্যা। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গা স্থানগুলো মেরামত না করায় বন্যার কবলে পড়েছেন দুর্গত এলাকার মানুষ গুলো । তলিয়ে গেছে জনবসতি ও ফসলের ক্ষেত।
স্থানীয়দের অভিযোগ, নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গা স্থানগুলো মেরামতের আশ্বাস দিয়েছিল।
সে জন্য ঠিকাদার ও নিয়োগ দিয়ে কাজও শুরু করা হয়েছিল। কিন্তু পাউবোর গাফলতি ও ঠিকাদারের অবহেলার কারণে সময়মত এসব ভাঙ্গা স্থান মেরামত না করে সময়ক্ষেপণ করে আসছিল।
তাদের গাফিলতির কারনে
ভাংগা দিয়ে হুহু করে পানি প্রবেশ করেছে ও শত শত বিঘা জমির আবাদ তলিয়ে গিয়েছে৷
যোনগনের দাবি, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের ভরসায় জমিগুলোতে দ্বিতীয় দফায় আমন ধানের চারা রোপণ করেছিলেন। এ জন্য বাড়তি দামে চারা কিনে রোপণ কাজে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু এখন বন্যার পানিতে সবগুলো তলিয়ে যাওয়ায় চরম আর্থিক খতির মুখে পড়তে হলো তাদের।