লিয়াকত রাজশাহী : রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা এমপি।
সমাবেশে সাংসদ বলেন,জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, মেয়েদেরকে উপবৃত্তি প্রদানসহ সার্বজনীন শিক্ষার গুনগত মানোন্নয়নে সবচেয়ে বেশী কাজ করছে।দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগিয়েছেন।
গতকাল বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে ৬ তলা ভবন নির্মান কাজের শুভ সুচনায় স্বাগত বক্তব্য রাখেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার,শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ছোটবনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন। ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল,জনপ্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।