আসসালামু আলাইকুম,
আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশনের সকল নেতাকর্মীকে দৃষ্টি আকর্ষণ করছি,আগামীকাল ১০/১০/২০২০ তারিখ রোজ শনিবার সকাল ১১:০০ টায় আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন মানিকগঞ্জ শাখা এর পক্ষ থেকে “ধর্ষন বিরোধী আন্দোলন” সংগঠিত হবে।সকলকে এই আন্দোলনের সাথে সামিল হওয়ার জন্য অনুরোধ করা হলো।
আন্দোলনে যোগদানের জন্য কিছু নিয়মাবলি:-
১) মহামারী করোনাকালে আমাদের সকলকে নির্দিষ্ট পরিমান দূরুত্ব বজায় রাখতে হবে।
২)সরকার বিরোধী কোনো কটু কথা বলা যাবেনা। এটি একটি অরাজনৈতিক সংগঠন হলেও স্বাধীনতার সপক্ষের সংগঠন।সেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
৩) যারা যারা আসবে সকলকে নিজ নিজ খরচে ফেস্টুন তৈরি করতে হবে। ( বড় কাগজে ধর্ষন বিরোধী বিভিন্ন কথা লেখা)
অনুরোধক্রমে,
সজিব হাসান
সভাপতি,আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা শাখা
Facebook: ASBF.Bangladesh
Email: asbfbangladesh@gmail.com