বিগত দিনের চেয়ে এবারের পৌর নির্বাচনের আগামবার্তা নিয়ে এসেছে পাটগ্রাম পৌর নির্বাচন।বিগত ২০ বছর থেকে জনাব শমসের আলী পাটগ্রাম পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বে আছেন।গত নির্বাচনে দলীয় প্রতিকে নির্বাচন হলে নৌকা মার্কা প্রতিক নিয়ে সরকারী দল আওয়ামীলীগের প্রার্থী তিনি হন।তবে এবার নির্বাচনে ভোটার আগাম হাওয়ায় বৈরিভাব সকল জনতার।ভোট অনেক দেরিতে হলেয়ো প্রার্থীরা দোয়া ও সহযোগীতার আস্বাস নিচ্ছেন।পাটগ্রাম পৌর নির্বাচন ঘিরে আওয়ামীলীগ পরিবারে চলমান মেয়র সহ আরো চারজন মনোনয়ন প্রত্যাসী।জনাব রাশেদুল ইসলাম সুইট (সভাপতি,উপজেলা যুবলীগ)জনাব কাজী আসাদুজ্জামান আসাদ (সম্পাদক,পৌর আওয়ামীলীগ) কাদের এলাহী লাভলু (সাবেক,সহ দপ্তর সম্পাদক,উপজেলা আওয়ামীলীগ) এছারা বর্তমান মেয়র শমসের আলী,ও পৌরসভার বয়োজ্যেষ্ঠ নেতা পৌর আওয়ামীলীগ সভাপতি জনাব গোলাম রব্বানী প্রধান নির্বাচন নিয়ে আশাবাদী।তবে সবাইকে পাশ কাটিয়ে রাজনীতিক ও বয়োজ্যেষ্ঠতার বিচারে, পৌর আওয়ামীলীগ পরিবার পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব গোলাম রব্বানী প্রধানকে দলীয় মনোনয়নের দাবী জানাতে পারে।সকল শ্রেনীর জনতা, তিনি নির্বাচনে আসলে তাকেই মনোনীত করে পৌরসভার জনগনের ভাগ্য বদলাতে চান। পাটগ্রাম পৌর নির্বাচনের সচেতন মহল ও শিক্ষিতশ্রেনী থেকে শুরুকরে কর্মজীবী পৌরবাসীর পছন্দের তালিকায় পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম রববানী প্রধান পছন্দের শীর্ষে। আওয়ামীলীগ তৃণমূল নেতৃত্ব আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন তাকে দিতে চায়।নির্বাচনী এতো অগ্রীম আলোচনা ঘিরে উপর নেতৃত্ব মহলের আলোচনায় টেবিলে তিনি সর্বাগ্রে।স্বচ্ছ রাজনীতিবীদ ও মেধাবী নেতৃত্বের এক দৃষ্টান্ত তিনি।বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কাছে তার চারিত্রিক গুনের কথা উঠে আসে।পাটগ্রাম সন্মানী রাজনৈতিক পরিবার সফল ব্যাবসায়ী জনাব গোলাম রব্বানী প্রধান সকলের কাছে একজন নিরহংকারী সাদা মনের মানুষ হিসেবে সকলের জানা।পাটগ্রাম পৌরসভা বাসীর মৌলিক অধিকার নিশ্চিত ও উন্নয়নে “মুক্তিযোদ্ধার সন্তান” মুক্তিকামী মানুষের আগামীদিনে আশার আলো দেখাবে অনেকে মনে করেন।পাটগ্রাম পৌরসভার অবিভাবক হিসেবে তার বিকল্প প্রার্থী হতে পারেনা।।চারিদিকে আলোচনা হলেয়ো তিনি পৌর নির্বাচন নিয়ে কথা বলেন নি।তিনি জানান জনগনের কাজ করার মানসিকতা থাকে নিজের যে কোন স্থান থেকে করা যায়।আমি ও আমার পরিবার সবসময় সাধারন ও অসহায় মানুষের পাশে আছি থাকবো।তবে সময় সুযোগ বেশী পেলে কাজ করবো।আসন্ন পাটগ্রাম পৌরনির্বাচনে পৌর অবিভাবকের দায়িত্ব তার কাঁধে আসতে পারে বলে অনেক গনমাধ্যম ও সংবাদকর্মীরা ভাবছেন।বিগত দিনের রাজনীতিক বিচার করলে জনবা শমসের আলী মেয়রের সাথে সার্বিক ভাবে তিনি একজন অতুলনীয় প্রতিদন্দী।শমসের আলীর মেয়রের পরিবারিক পৌরসভা বলে পরিচিত পাটগ্রাম পৌরসভাটি এবার নেতৃত্বের পরিবর্তন আসছে বলে গুন্জন শরু হয়েছে।অবশেষে জনতার রায়ের মোক্ষম হাতিয়ার হতে পারে সকল পর্যায়ে গ্রহনযোগ্য জনাব গোলাম রব্বানী প্রধান।