সাজ প্রকাশন পুস্তক প্রকাশনার পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য সংস্কৃতি ও সংগীত জগতকে সমৃদ্ধ করার লক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও আধুনিক কবিতার অগ্রপথিক ও রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, ছড়া, কবিতাপাঠ ও ২২ গুণী ব্যক্তিত্বকে কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক ২০২০ প্রদন করেছে।
আজ ২২ অক্টোবর ২০২০ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে সাজ প্রশাশনের প্রকাশক শেখ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি গোলাম কাদের, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পলাশ, কবি হামিদুল আলম সখা, প্রকৌশলী মো, রমজান আলী। স্বাগত বক্তব্য দেন কবি আরিফ নজরুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মাশরুরা লাকী। প্রতিবারের মত এবারও ২২ জাতীয় গুণী ব্যক্তিত্বকে কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক ২০২০ প্রদন করা হয় হয়। কবি মুহম্মদ নূরুল হুদা (সাহিত্যে), শিশুসাহিত্যিক রহীম শাহ (শিশুসাহিত্যে), কবি তৌফিক জহুর (কবিতায়), কবি হামিদুল আলম সখা (সংগঠক), আকবারুল হাসান মিল্লাত, সৈয়দ শফিকুর রহমান পলাশ, শাহ আলম (সাংবাদিকতা) প্রমুখ।