লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর উদ্যোগে আজ ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, সকাল ১০.০০ টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদে পারিবারিক বনায়ন কর্মসূচীর আওতায় ১০০ দরিদ্র পরিবারকে তিনটি করে (অম্রপালি, মেহগনি, ও পেয়ারা) ৩০০টি গাছের চারা বিনামূলে বিতরণ করে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ওয়েসিস লায়ন্স ক্লাব এর সভাপতি লায়ন হুমায়ুন কবির বাদশা। উক্ত গাছের চারা বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন এস এম শাহেদ হাসান, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস এম মেহেদী হাসান এবং রিজিওন চেয়ারপার্সন লায়ন ইকবাল মাসুদ, লিও অদুত রহমান ইমন এবং হেনা আহমেদ হাসপাতালের ব্যবস্থাপক আসিফ রহমানসহ অন্যন্যরা। অনুষ্ঠানে গ্রামবাসীদের মাঝে বেশী বেশী গাছ রোপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। গ্রামবাসীদের মধ্যে অনেকে ওয়েসিস ক্লাবকে ধন্যবাদ জানায় এধরনের মহৎ সেবা কার্যক্রম শেখর নগর গ্রামে আয়োজন করার জন্য। প্রতি বছর ওয়েসিস ক্লাব পারিবারিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে দরিদ্র বিমচন ও পরিবেশ সংরক্ষণের কাজ করে থাকে। পারিবারিক বনায়ন কর্মসূচি ওয়েসিস ক্লাবের একটি স্থায়ি প্রকল্প ও ওয়েসিস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।