আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ ।এক বিবৃতিতে জনবন্ধু বলেন ,আমরা সবাই মানুষ ধর্ম যার যার উৎসব সবার। দেশকে স্বাধীন করার জন্য যখন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তখন হিন্দু-মুসলিম ভেদাভেদ ছিল না। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে হিন্দু মুসলিম এক হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে অংশগ্রহণ করেছিলাম। আমরা সবাই ভাই ভাই হিন্দু-মুসলিম বিভেদ নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মানবতার সেবায় কাজ করে যাচ্ছি এখানে কে হিন্দু-কে মুসলমান সেটা কোন ব্যাপার নয়।কলামিষ্ট কবির নেওয়াজ রাজ বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের জন্য মানবতা মানবতার জন্যই মানুষ। আসুন সকলে এক হয়ে আত্মমানবতার সেবায় কাজ করি। সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর সকল সদস্যদের প্রতি রইল অবিরাম ভালোবাসা।