লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রোটার্যাক্ট ক্লাব অব নর্থ বেঙ্গল ৬ উইকেটে পরাজিত করে ভিবিডি-রাজশাহী জেলাকে।
শুক্রবার সকালে (৩০ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে টসে হেরে ব্যাট করতে নামে ভিবিডি-রাজশাহী জেলা। ১২ ওভারের খেলায় দলটি ৮৪ রান তুলে নেয়। জবাবে রোটার্যাক্ট ক্লাব অব নর্থ বেঙ্গল ৬ উইকেট হাতে রেখেই ৮৫ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের ক্রিকেটার আমানুল্লাহ বিন আক্তার আবিদ।
খেলা শেষে রোটার্যাক্ট ক্লাব অব নর্থ বেঙ্গল এর সিনিয়র প্রাক্তন সদস্য রোটার্যাক্টর হাসানুজ্জামান বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন।
রোটার্যাক্ট ক্লাব অব নর্থ বেঙ্গল এর সভাপতি রোটার্যাক্টর মো: জিহাদুল ইসলাম বলেন, শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প হয় না। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। আশাকরি করোনা ভাইরাসকালে স্বেচ্ছাসেবীদের মানসিক শক্তি বাড়াতে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে।