হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ কারিতাস লীন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন কার্যক্রম উপজেলা কারিতাস লীন অফিসের আয়োজনের পিপিপিপি মাধ্যেম অগ্রধিকার ভিত্তিতে ডিএনআই পণ্যে নিবার্চন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় । সোমবার (০২ নভেম্বর ২০২০) আয়োজিত দিনব্যাপী ডিএনআই পণ্যে নিবার্চন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ভেলু এন্ড চেঞ্জ দিপ্তীময় চাকমা প্রশিক্ষক ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মর্কতা শান্তিজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মর্কতা ডা: মো: মোনাইম ফরহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, উপজেলা লীন প্রকল্পের মার্কেট এঙ্নে এন্ড কমিউনিটি মোবালাইজেশন কর্মকর্তা জেমস লাল থার ঙাক বম,নিউট্রিশন এন্ড ওয়াশ ফেসিটিটেটর মেসিংনু মারমা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, ঔষধ বিক্রেতা ৪জন, মোদি দোকানদার ৪জন, এএলএসপিএল স্থায়ী সেবাদানকারী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১০জন সহ উপস্থিত ছিলেন।