নিজস্ব প্রতিবেদক রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ কারিতাস জাতীয় সংস্থা (এনজিও) প্রকল্পের আওতায় উপজেলা কারিতাস লীন অফিসের আয়োজনের পিপিপিপি মাধ্যমে অগ্রধিকার ভিত্তিতে উপজেলা সভা মিলনায়তনে দিন ব্যাপি ওয়াশ পণ্যে নির্বাচন বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২০) আয়োজিত অনুষ্ঠানে ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ভেলু এন্ড চেঞ্জ দিপ্তীময় চাকমা সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা সভাপতিত্বে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী উদ্ভোধক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা লীন প্রকল্পের কো-অডির্নেটর জ্যোতিময় ত্রিপুরা, উপজেলা লীন প্রকল্পের মার্কেট এক্সেস এন্ড কমিউনিটি মোবালাইজেশন কর্মকর্তা জেমস লাল থার ঙাক বম,নিউট্রিশন এন্ড ওয়াশ ফেসিটিটেটর মেসিংনু মারমা। এছাড়া ফার্মিসী দাকানদার, মোদি দোকানদার, এএলএসপিএল স্থায়ী সেবাদানকারীসহ বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এতে দিনব্যাপী কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা বলেন রোয়াংছড়ি বাজারের ওয়াশ পণ্যের স্থাস্থ্যর জন্য বেশি গুরুপ্তপূর্ণ নেপকিম, সাবান, হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট টিস্যু, হারপিক, ব্লিচিং পাউডারসহ সল্পমূল্য ওয়াশ পণ্যে মানুষের দৈনন্দিনের ব্যবহারের নিত্য প্রয়োজন। উপজেলা পরিবার পরিকল্পনা শান্তিজয় তঞ্চঙ্গ্যা বলেন পাহাড়ের গ্রামের মানুষরা শারীরিক ভাবে ওয়াশের অভ্যস্ত নাই একজন মানুষের সুস্থতার থাকতে হলে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, জীবাণু মুক্ত পানি পান করা প্রত্যক মানুষের প্রয়োজন।