আরিফুল হক(আরিফ)লালমনিরহাট প্রতিনীধীঃ
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে গুজব ছড়িয়ে আবু ইউসুফ মোঃ সহিদুন নবী জুয়েল নামে এক লোককে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেনকে(৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ।
পুলিশ জানায়, রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি লালমনিরহাটের আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
আবুল হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তিনি আত্মগোপণের পর ঢাকায় পালিয়েছেন।গোপণ তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম থানার হাতে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত বলেন,বিভিন্ন খবরের মাধ্যমে তিনিও শুনেছেন কিন্তু এখনও পাটগ্রাম থানা পুলিশ হাতে পায়নি।