হ্লাছোহ্রী মারমা বান্দরবান:
বান্দরবানের লামায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে(২০/১১/২০২০) সন্ধ্যা সাতটায় লামা বাজার রেস্ট হাউজ অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহেদুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সদ্য বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস প্রধান অতিথি এবং জেলা যুবলীগের আহ্বায়ক কে লু মং মার্মা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পনেরই আগস্ট বঙ্গবন্ধু পরিবার এবং যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতির পরিবারের পলাতক ঘাতকদের এবং তেসরা নভেম্বরের ঘাতকদের দ্রুত আইনের আওতায় এনে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি তুলে ধরা হয়। বিশেষ অতিথি হিসেবে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জনাব মোস্তফা জামাল, উপজেলা আ. লীগ সহ-সভাপতি জনাব প্রশান্ত ভট্টাচার্য, উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও লামা পৌর মেয়র জনাব জহিরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ আযম, বান্দরবান পৌর যুবলীগ সভাপতি মোঃ আকবর, উপজেলা ও শহর যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা স্বাধীনতার অব্যবহিত পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত প্রচেষ্টায় যুবলীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবলীগের অবদান এবং অর্জনের উপর গুরুত্বারোপ করে বিশদ জ্ঞানগর্ভ আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে লামা পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিক, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে মোঃ খোরশেদ, মং সিং হাই, শোয় এ টিং, মোঃ ইদ্রিস, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক কে এম এহেছান উদ্দিন চৌধুরী, যুবনেতা মুহাম্মদ সাইফুল ইসলাম সনেট উপস্থিত ছিলেন। সভার শেষে অতিথিবৃন্দের সাথে লামা উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সমবেত নেতাকর্মীদের নিয়ে আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।