বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার ও মুফাসসির অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদী আজ ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ। এক বিবৃতিতে সাধারণ সম্পাদক বলেন, বাংলার জনগন একজন অভিভাবক হারিয়েছে। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে শোক সহিবার মত শক্তি দান করুন, আমিন।