এম এ আকরাম;-ফেয়ারী শিপিং লাইন্স। দক্ষিণাচল বাসীর নির্ভরযোগ্য একটি নৌ যান। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে এম ভি তাসরিফ ১,২,৩,৪,নামে তৈরী হওয়া ফেয়ারী শিপিং লাইন্সের ৪টি যাত্রীবাহি নৌ যান তৈরী করলেও বিভিন্ন আইনি জটিলতার মারপ্যাঁচ এ ফেয়ারী শিপিং লাইন্স এর ৪ টি জাহাজ চলাচল কোনো কারণ ছাড়া অভ্যন্তরীণ নৌ রুটে পারমিট পায়নি। পরবর্তী বছরে ঢাকা বরিশাল ও অন্যান্য রুটে প্রক্সি ট্রিপে কাটিয়ে দিলে ও ২০১৭ সালে অবশেষে উপকূলীয় অঞ্চলে পাকাপোক্ত ভাবে যাত্রা শুরু করে এম.ভি তাসরিফ ১,২,৩,৪ সহ মোট ৪ টি লঞ্চ। ঢাকা বেতুয়া (চরফ্যাশন) ও ঢাকা মনপুরা হাতিয়া নৌ রুটে ফেয়ারী শিপিং লাইন্স এর যাত্রা স্থায়ী ভাবে শুরু হয় যার ফলে একচেটিয়া ব্যবসা যাত্রীদের সাথে অসদাচারন ও জিম্মি করে অর্থ আদায়ের পতন ঘটে। আশার আলো দেখে দক্ষিনাঞ্চলের প্রায় ২০ লক্ষ মানুষ। এর ফলে যাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী পছন্দের লঞ্চে এ উঠে গন্তব্যে পৌঁছাতে পারে। উপকূলীয় নৌ রুটে ফেয়ারী শিপিং লাইন্স এর নৌযান গুলোর পারমিট বন্ধের মুখে।।জনসাধরনের দুর্ভোগের আশন্কা