হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দারবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে প্রাঙ্গনে পিণ্ডাচরণ ও ৫২তম দানোৎত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে মাধ্যমে শেষ হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২০) আয়োজিত দানের অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ভিক্ষুদের সংঘরাজ ভান্তে ভদন্ত উইচারিন্দা মহাথেরো সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জেতবন বিহারে উপাধ্যক্ষ ভদন্ত পঞ্ঞানন্দ মহাথেরো, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচপ্রু মারমা, জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, ভাইস চেয়ারম্যান ক্রয়চিংপ্রু মারমা জেলা ও উপজেলায় বিভিন্ন বিহার থেকে আগত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। এসময় হাজারো বৌদ্ধ ধর্মানুলম্বী দায়ক-দায়িকাবৃন্দ দানময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভিক্ষুদের নিকট ভগবান বৌদ্ধ মুখ নিশ্রীত বাণী শ্রবণ করেন।