হাফিজুর রহমান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধিঃ কালিগঞ্জে উপজেলা ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য প্রযুক্তির স্বদব্যবহার মাদকাসক্তি রোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি কলেজ অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানসম্মত উদ্ভাবনী বিষয়গুলি স্টলে তুলে ধরেন। বিজ্ঞান মেলার স্টল গুলি পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। পুর্ব নির্ধারীত বিচারক মন্ডলী পরে বিজ্ঞান মেলায় কুইজ প্রতিযোগিতা ও স্টলের শ্রেষ্ঠ অর্জনকারীদের তালিকা প্রস্তুত করেণ এবং তাদেরকে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ সরকারি স্কুলের সরকারি বিজ্ঞান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত প্রমুখ। বিজ্ঞান মেলায় স্টল কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নলতা রেসিডেন্সিয়াল কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে যৌথভাবে কালিগঞ্জ সরকারি কলেজ ও রোকিয়া মনসুর মহিলা কলেজ, তৃতীয় স্থান অধিকার করে কাঠুরিয়া রাজবাড়ী কলেজ স্কুল পর্যায় স্টলের প্রথম স্থান অধিকার করে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কালিগঞ্জ সরকারি কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে ডিআরএম ইউনাইটেড কলেজ ও তৃতীয় স্থান অধিকার করে কাঠুনিয়া রাজবাড়ী কলেজ।