মোঃ শামীম হাওলাদার:গলাচিপা উপজেলার ১ নং আমখোলা ইউনিয়নের ঐতিহাসিক মদির হাট বাজারে সন্ধ্যা ৭ ঘটিকায়. মহান বিজয় দিবস উপলক্ষ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় ! প্রচারে পটুয়াখালী জেলা তথ্য অফিস ! আমখোলা ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের আওতায়, ইএএলজি এর আর্থিক সহযোগিতায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়,উক্ত ওয়ার্ড সভায় সাধারণ জনগণের মতামত সহ বিভিন্ন জবাবদিহি প্রশ্ন ও উওর দেয়া হয় !
এবং বতর্মান আওয়ামীলীগ সরকারের উন্নয়নে সাধারণ জনগণ সামাজিক ভাবে উপকৃত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সোনার বাংলা গড়ার সার্বিক সহযোগিতা কামনা করেন বতর্মান চেয়ারম্যান মোঃ কামরুজ্জান মনির হাওলাদার এবং দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় পদ্দা সেতু হওয়ায় সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন সাধারণ জনগণ এবং এক মিলাদ মাওফিলের আয়োজন করা হয় ! প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রাম কে শহর রুপান্তর করার অঙ্গীকার যানায় বতর্মান চেয়ারম্যান মোঃ কামরুজ্জাম মনির হাওলাদার !
সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন আমখোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি.গলাচিপা উপজেলা যুবলীগের সাবেক সদস্য, আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগ সফল সাধারণ সম্পাদক :- জনাব মোঃকামরুজ্জামান মনির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড ইউ,পি সদস্য জনাব মোঃ আবুল হোসেন মৃধা. মোঃ চান মিয়া হাওলাদার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি. মোঃ বাবুল সরদার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক. মোঃ শামসুল হক হাওলাদার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি. মোঃ গোলাম মাওলা খা ৪নং ওয়ার্ড ইউ,পি সদস্য.সহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দো, আমখোলা ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম স্বপন. বতর্মান সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার.সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হাওলাদার ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দো, আমখোলা ইউনিয়ন ছাএলীগ সহ সভাপতি মোঃ ইসাহাক হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাবু ও ওয়ার্ড ছাএলীগ নেতৃবৃন্দো ও সাধারণ জনগণ !
সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ৫ নং ওয়ার্ড এর ইউ,পি সদস্য, মোঃ জাহাঙ্গীর আকন.ওয়ার্ড সভা সন্জালন করেন ইউনিয়ন পরিষদের সচিব জনাব বিপ্লব কুমার রায় ওয়ার্ড সভায় জনসাধারণের চাহিদা ভিত্তিক বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন,সরকারের বিভিন্ন ভাতাভোগীদের নামের প্রাথমিক তালিকা প্রস্তুত করেন !