হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজনীয় সংঘরাজ উ: উইচারিন্দা মহাথেরো ৬ষ্ঠ তম আচারিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৯ ডিসেম্বর ২০২০)। আয়োজিত আচারিয়া অনুষ্ঠানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ভিক্ষুদের সংঘরাজ ভান্তে ভদন্ত উইচারিন্দা মহাথেরো’কে বান্দরবান পাবর্ত্য জেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ৬ষ্ঠ তম সংঘরাজ অাখ্যায়িত করে পার্বত্য ভিক্ষুদের সংঘদের সংঘবদ্ধ হয়ে আচারিয়া পূজা করেন। পাবর্ত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জেতবন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত পঞ্ঞানন্দ মহাথেরো সঞ্চালনায় জেলা ও উপজেলায় বিভিন্ন বিহার থেকে আগত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। এসময় হাজারো বৌদ্ধ ধর্মানুলম্বী দায়ক-দায়িকাবৃন্দ আচারিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভিক্ষুদের নিকট ভগবান বৌদ্ধ মুখ নিশ্রীত বাণী শ্রবণ করেন।