মোঃ আনোয়ার হোসেন: বিশ্ব ব্যাপী মহামারী CAVID 19 এর কবলে যখন সারা দেশে লক ডাউন চলছে ঠিক তখন আমাদের দেশের অধিকাংশ হাসপাতাল এবং বিশেষায়িত ডাক্তাদের একটি অংশ গা ঢাকা দিয়েছেন।
তখন দেশের অধিকাংশ সাধারণ ও মধ্যবিত্ত গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় আমাদের দেশের মানুষের একমাত্র ভরসার জায়গা পল্লী চিকিৎসক । উনারা নিজের জীবন তথা পরিবারের জীবনের মায়া ত্যাগ করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। কিন্তু আজ পল্লী চিকিৎসক গন করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে রাষ্ট্রীয়ভাবে কোনো অনুদান পায়নি।
তবু করোনা যুদ্ধে পল্লী চিকিৎসক গন স্ব স্ব অবস্থানে তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা সেবা সমাজের বিভিন্ন স্তরের মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিয়ে আসছে।
আমাদের সরকার বাহাদুর এর নিকট আমাদের যারা পল্লী চিকিৎসক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করে আসছে তাদের জন্যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে পল্লী চিকিৎসক দের নিবন্ধন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে পল্লী চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি দেওয়ার আকুল আবেদন করছি।