সাংবাদিকদের শেষ আশ্রয়স্থল বিএমএসএফ। সারা বাংলার সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক মফস্বল সাংবাদিকদের বৃহৎ ও দাবী আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সাতক্ষীরায় কৃতি সন্তান, মানুষের কল্যাণে প্রতিদিন’র সম্পাদক কবির নেওয়াজ রাজ।রবিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএমএসএফ এর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান।
পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভার্চুয়্যালের মাধ্যমে কাউন্সিল এর শুভ উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করছেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তাও দিয়েছেন।সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের প্রস্তাবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন শহিদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের সমন্বয়ে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনে সাতক্ষীরার কৃতি সন্তান কলামিষ্ট কবির নেওয়াজ রাজ কে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
কবির নেওয়াজ রাজ আরো বলেন, আমাকে দ্বি-বার্ষিক নির্বাচন ও জাতীয় কাউন্সিল-২০২০, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। বিএমএসএফ,এর 14 দফা দাবি আদায়ে ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।