মোঃ আকরাম হোসেন:আশুলিয়া প্রেসক্লাবে (২০২১)(২০২২) নির্বাচন সম্পন্ন।০৩/০১/২০২১ রবিবার ৫১ জন সদস্য কোনো রকম বাঁধা বিঘ্ন ছাড়া,সুস্ঠ ভাবে তাদের ভোট প্রদান করেন।ভোটগ্রহণ শুরু হয় সকাল ১০ টা থেকে,বিরামহীন ভাবে ১ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।তারপর শুরু হয় গননার পালা,গননা শেষে চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন,প্রধান নির্বাচন কমিশনর চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার অপু অহাব।নবনির্বাচিত সভাপতি মোজাফ্ফার হোসেন (জয়) ২২ ভোট সভাপতি পদে নির্বাচিত তার নিকটতম প্রার্থী শেফালী খাতুন (মিতু) ১৫ ভোট ও মাহফুজুর রহমান (নিপু) ১২ ভোট।সাধারন সম্পদক পদে তিন জন প্রার্থী নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (লিটন)২৭ ভোট নিকটতম প্রার্থী লোকমান হোসেন (খোকা) পেয়েছেন ২১ ভোট ও লাইজু চৌধুরী পেয়েছেন ৩ ভোট।২২ ভোট পেয়ে মেহেদী হাসন(মিঠু) সহ সভাপতি নির্বাচিত ২০ ভোট পেয়ে ওমর ফারুক সহ সভাপতি নির্বাচিত।আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত।যুগ্ন সাধারণ সম্পাদক ওবাদুর রহমান (লিটন)।অর্থসম্পাদক তুহিন আহম্মেদ নির্বাচিত,দপ্তর সম্পাদক মনির মন্ডল।প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসন মুন্সী নির্বাচিত.ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম মানিক নির্বাচিত।কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম (রাজু)মেহেদী হাসান (মিরাজ)ও এটিএন বাংলা নিউজের জাহিদ হাসান(শাকিল) নির্বাচিত।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন (জয়)/জহিরুল ইসলাম (লিটন)এক যোগে বলেন।আমরা একে অপরের সহযোগিতা নিয়ে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে জাব ইনশাআল্লাহ।ভোটে জয় পরাজয় থাকবেই,এটা কোনো বিষয় নয় আপনি ও আপনাদের নিয়েই হবে আমাদের আগামীর পথ চলা।