রাজধানীসহ দেশের সর্বত্র হঠাৎ করেই আবার ভূয়া সাংবাদিকদের বেপরোয়া দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। বাড়ছে অপসাংবাদিকতা, ভন্ড সাংবাদিকতা, ধান্ধার সাংবাদিকতাও। যেখানে সেখানে যেমন খুশি তেমন ভাবে সাংবাদিক নাম জুড়ে সংগঠন বানানোরও হিড়িক পড়েছে। পান থেকে চুন খসলেই প্রতিবাদসভা, মানববন্ধন, স্মারলিপি পেশ করার তুলকালাম ঘটিয়ে নিজেদের সাংবাদিক হিসেবে জাহির করার অপকৌশলে ব্যস্ত হয়ে পড়ে মূর্খ, ভন্ড, প্রতারকরা। মূলত নানা ধান্ধাবাজির মাধ্যমে চাঁদাবাজি করাই তাদের মূল নেশা। ভূয়া সাংবাদিকদের চিহ্নিতকরণের ক্ষেত্রে পেশাদার সাংবাদিক সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর অজ্ঞাত কারণে অনীহা রয়েছে। কেবলমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকেই প্রকৃত পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের দাবি তোলা হলেও সে ব্যাপারে আর কারো যেন মাথা ব্যথা নেই। ফলে ধারাবাহিক প্রতারণার শিকার হচ্ছেন নিরীহ মানুষজন…..
লেখক:সাঈদুর রহমান রিমন
Chief crime Reporter, বাংলাদেশ প্রতিদিন।