বগুড়া র শেরপুর উপজেলার চকখান পুর দত্তপাড়ার হিন্দু পাড়া গ্রামের শ্রী দীনেশ চন্দ্র গায়েনের মেয়ে সম্পা বালা নামে মেয়েটি গতকাল বুধবার রাতে যেকোন সময় নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ।
আজ ১৪ই জানুয়ারি সকাল ১০টায় পুলিশ লাশ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
স্থানীয় মানুষের তথ্য মতে জানা যায়, গত ৭ দিন আগে সম্পা বালার বিয়ে ভেঙে যায় যায় পারিবারিক কলহের কারণে ।আর এ কারণেই সম্পা বালা আত্মহত্যা করে ।
বিয়ে ভেঙে যাওয়ার ১-২মাস আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলো । পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে ।
এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক এস আই সালাম বলেন , বিয়ে ভেঙে যাওয়ার কারণে সম্পা বালা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিষয় টির সঠিক তথ্য জানা যাবে ।