উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল জেলা পুলিশ সুপারে নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে, নড়াইল সদর পৌরসভা, মহিষখোলা এলাকা হইতে গত ইং ২০/০১/২০২১ তারিখ,রাত ১১,০০ ঘটিকার সময়, নড়াইল জেলার কালিয়া থানার নিয়মিত মামলা নং ০৯ সেপ্টেম্বর ২০২০ ইং, জি আর নং ৮৪/২০২০, ধারাঃ- ৩০২/৩৪ পেনাল কোড,এই মামলার সন্ধিগ্ধ আসামি একধীক (খুন, অপহরন, নারী নির্যাতন, মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, মামলা সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, আসামিঃ মশিয়ার মোল্ল্যা, মশিউর রহমান। মসিয়ার মোল্ল্যা (৫৮), পিতাঃ মৃত দলিল উদ্দিন মোল্ল্যা, সাং বনগ্রাম,থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইলকে এস আই, এস এম রেজাউল করিমের নেতৃত্বে গ্রেপ্তার করে।