নরসিংদীর রায়পুরায় সরকারি কৃষি প্রনোদনা
কর্মসূচীর আওতায় সরকারি ভাবে সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার( ২১ জানুয়ারি) বিকালে পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামে কৃষি সম্প্রসারন অধিদপ্তর নরসিংদী এর উপপরিচালক কৃষিবিদ শোভন কুমার ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপন কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন,
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা কৃষি অফিসার বনি আমিন খান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদউল্লাহ ভূঁইয়া,বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, পলাশতলী ইউপি সদস্য হারুন মিয়া, প্রধান অতিথি বলেন- সমলয়ে চাষাবাদের জন্য জেলার মধ্যে রায়পুরা উপজেলা কে বেছে নেওয়া হয়েছে। চাষাবাদের আওতায় ৮৫ জন কৃষকের ৫০ একর জমি ধান রোপনে ব্যবহৃত হবে।