মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন তিনি।
অসহায় , বিধবা, ঘরহীন, প্রতিবন্ধীদের দেখেই ঘর দেওয়া হয়েছে। ঘরহীন মানুষের ঘর পাওয়ার মাধ্যমে তাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। ঘর পেয়ে কান্নায় ভেঙে পড়ে অনেকে। এ যেন খুশির কান্না। সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।
অনেকের ভাষ্য এমন- ‘ঘরের চাবি না, মনে হয় ঈদের চাঁদ হাতে পাইছি’