জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ
পটুয়াখালী জেলা।
আজ থেকে পটুয়াখালী পিডিএস মাঠে শুরু হয়েছে “মুজিব শতবর্ষ সিক্স-এ সাইড হকি টুর্নামেন্ট ২০২১”
জেলা পরিষদের সহযোগিতায় এবং পটুয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মােঃ খলিলুর রহমান মােহন, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ মােঃ রফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পটুয়াখালী; জনাব মোঃ সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা, পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।