লিয়াকত রাজশাহী : মুজিববর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীর উদ্যোগে যথাযোগ্য মযার্দায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ ( শুক্রবার) সকাল ১১ঃ০০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এবং লাইব্রেরী কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম সরকার, রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শামীম আনোয়ার, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মো. আলী হোসেন, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. কামরুল হাসান, এমএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, আইসিটি সেলের ইনচার্জ প্রফেসর ড. মো. আল মামুন, ছাত্রকল্যাণ উপপরিচালক মো. মামুনুর রশীদ, কম্পট্রোলার মো. নাজিমউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী , চীফ মেডিকেল অফিসার ডা. মো. মকসেদ আলী সহ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন রুয়েটের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলম । অনুষ্ঠানে রুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ রুয়েটের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলম এর মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরীকে বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ কিছু বই উপহার দেন।