গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ধীর গতিতে ভোট পড়তে দেখা গেছে। গত সোয়া ১ ঘণ্টায় ৫ শতাংশ ভোট পড়তে দেখা গেছে।মন্নু উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২টি ভোট কেন্দ্রে ৩৫৯ ভোটারের মধ্যে সোয়া ১ ঘণ্টায় ২১টি ভোট পড়তে দেখা গেছে। চৌরাস্তার চানদোনi সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন কেন্দ্রের দিঘীরচালা ১নং পুরুষ বুথে মোট ১৯৩টি ভোটারের মধ্যে প্রথম সোয়া ১ ঘণ্টায় ২৯টি ভোট পড়েছে। একই ভাবে দিঘীরচালা মহিলা বুথে ৩৫৭টি ভোটারের মধ্যে মাত্র ৫টি ভোট পড়ছে। কিন্তু ভোট কেন্দ্রের বাহিরে ভোটারের লম্বা লাইন দেখা গেছে।প্রিজাইডিং অফিসার আবদুল মোকতাদির বলেছেন, ৩টি ব্যালট পেপার হওয়ায় কিছুটা দেরি হচ্ছে। তবে ঠিক হয়ে যাবে।