হাফিজুর রহমান শিমুলঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনস্তরের নিরাপত্তার মধ্যদিয়ে সাতক্ষীরা পৌর সভার নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার( ১৪ ফেব্রুয়ারী) সকাল ৮ হতে বিরতিহীন ভাবে ৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহন হয়। নিবার্চনে বর্তমান মেয়র, বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি বেসরকারি ফলাফলে মেয়র নিবার্চিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২ শ ২১ ভোট, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেখ নাছেরুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, স্বতন্ত্র প্রির্থী নুরুল হুদা জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮শ ৮৮ ভোট । এছাড়া কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড কায়ছারু জ্জামান হিমেল, ২ নং ওয়ার্ড সৈয়দ মাহমুদ পাপা, ৩ নং ওয়ার্ড আইনুল ইসলাম নান্টা, ৪ নং ওয়ার্ড কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ড আনোয়ার হোসেন মিলন, ৬ নং ওয়ার্ড শেখ মারুফ হোসন, ৭ নং ওয়ার্ড জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং ওয়ার্ড শফিকুল আলম বাবু ও ৯ নং ওয়ার্ড শেখ শফিকউদ্দৌলা সাগর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ যথাক্রম নুরজাহান নুরী, অনিমা রানী মন্ডল ও রাবেয়া পরভীন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।