উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে অনুষ্ঠিত ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ আনসার ও নওগাঁ জেলার মোকাবেলা করবে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে এ প্রতিযোগিতায় ১ম সেমিফাইনাল খেলায় বাংলাদেশ আনসার ৩১-২৭ গোলে বাংলাদেশ পুলিশকে এবং ২য় সেমিফাইনাল খেলায় নওগাঁ জেলা ২৪-২১ গোলে জামালপুর জেলাকে হারিয়ে দেয়।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইল জেলাসহ দেশের ১২টি জেলা অংশগ্রহণ করছে। দলগুলি হলো ‘ক’ গ্রুপে বাংলাদেশ আনসার, রাঙ্গামাটি জেলা, দিনাজপুর জেলা, ‘খ’ গ্রুপে জামালপুর জেলা, মাদারীপুর জেলা, গোপালগঞ্জ জেলা, ‘গ’ গ্রুপে নওগা জেলা, ফরিদপুর জেলা, ঢাকা জেলা এবং ‘ঘ’ গ্রুপে বাংলাদেশ পুলিশ, পঞ্চগড় জেলা ও স্বাগতিক নড়াইল জেলা।