হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১।
শনিবার(২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে শুরু হয়ে পাঁচ কিঃ মিঃ ম্যারাথন দৌড়দিয়ে পুনঃ উপজেলা মাঠে এসে এই প্রতিযোগিতা শেষ হয়। এতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন সখিপুরের আনারুল ইসলাম । বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেণ কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর
৫৫ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাজমুল হাসানসহ
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।