পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে আজ শুক্রবার। এখন জাজিরা প্রান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের কাছে অবস্থান করছে স্প্যান ‘৭এফ’।
সবকিছু ঠিক থাকলে বেলা ১১টায় স্প্যান বসানোর কাজ শুরু হবে বলে পদ্মাসেতুর প্রকৌশলী সূত্রে জানা গেছে। এর মাধ্যমে দৃশ্যমান হবে পদ্মাসেতুর ৭৫০ মিটার কাঠামো।এরঅাগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কসপ জেটি থেকে ৩৬শ টন ধারন ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজটি স্প্যানটি নিয়ে রওনা হয়। যদিও এটি রওনা হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু পদ্মায় অস্বাভাবিক ঢেউ থাকায় জাহাজটি রওনা হয় পরের দিন বৃহস্পতিবার।