বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা সভাপতি বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাংবাদিক হারুন অর-রশিদ খাঁনের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বাউফল উপজেলা গেটের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ব্যানারে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশসহ মানববন্ধন পালন করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম নাজিম উদ্দিন, সোহরাব হোসেন, মোসাঃ কোহিনূর,সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এইচ এম বাবলু, সদস্য সচিব শিবলী সাদেক, শফিকুল ইসলাম, জীপু মোল্লা,এম হান্নান, শফিউর রহমান মিঠু, সাগর দাস, ইমাম হোসেন মনা, আরিফুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন ।
কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল পাল প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক নিপিড়ন নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ।
জেলা পরিষদের সদস্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বাউফল প্রতিনিধি হারুন অর-রশিদ খান এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাথে সাথে বাংলাদেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানানো হয়।
এদিকে এঘটনায় বুধবার বিকেল রাজধানীর পিজি হাসপাতালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে একটিদল আহত সাংবাদিক হারুন অর রশীদ খাঁনের পাশে চিকিৎসার খোঁজখবর নেন।