জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ
পটুয়াখালী জেলা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি , টিউশন ফি , আর্থিক সহায়তা ও চিকিৎসা অনুদান প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি., মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়; জনাব মোঃ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; জনাব নাসরীন আফরোজ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা. দীপু মনি এম.পি. , মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।
উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন জনাব এস এম শাহজাদা, মাননীয় সংসদ সদস্য, পটুয়াখালী-৩; মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; জনাব মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব মুহম্মদ সাহিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গলাচিপা। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিগণ। গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব আশিষ কুমার, উপজেলা নির্বাহী অফিসার, গলাচিপা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি প্রাপ্ত একজন শিক্ষার্থী তার অভিব্যক্তি ব্যক্ত করেন।