মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম রাত ১-১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সফল সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ সহ কেন্দ্রীয় কমিটি র সকল নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে কবির নেওয়াজ রাজ বলেন, তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত কথা বলতেন ,তার এই চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এইচ টি ইমামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার খান সনতোলা গ্রামে। জন্ম ১৯৩৯ সালে। পুরো নাম হোসেন তৌফিক হলেও পরে তিনি এইচ টি ইমাম নামেই পরিচিত হয়ে ওঠেন রাজনৈতিক অঙ্গনে। আমরা আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।