লিয়াকত :রাজশাহী সামাজিক কল্যাণ সংস্থা (SKS) ও বারসিক এর উদ্যোগে শহরে বিধবা ভাতার দাবিতে বুধবার সকাল ১১টায় ১০ মার্চ জিরো পয়েন্ট মানববন্ধন করা হয়।
সামাজিক কল্যাণ সংস্থার সহ-সভাপতি মারজিয়া সালাম এর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ দেবাশীষ প্রামানিক দেবু, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী, রাজশাহী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, বারসিক এর আঞ্চলিক সমন্বয় শহিদুল ইসলাম, সহ অন্যন্য।
এই সময় আরো উপস্থিত ছিলেন সামাজিক কল্যাণ সংস্থার, সদস্য শরিফুল ইসলাম চঞ্চল, পলাশ, সনি ইসলাম, বারসিক ওপেন রবিদাস, তোহারা খাতুন লিলি,মন্দিরা ঘোষ, সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন একই দেশে দুই নিতী চলতে পারেনা ইউনিয়ন পরিষদে বিধবা ভাতা আছে শহরে বিধবা ভাতা নাই এটা মেনে নেওয়া যায় না অতি দ্রুত শহরে বিধবা ভাতা চালুর দাবী জানান।স্বাধীনতার ৫০ বছরে এসে আজকে নারীদের প্রতি যে বৈষম্য সেই বৈষম্য নিরসনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধন পরিচালনা করেন সামাজিক কল্যাণ সংস্থার সদস্য মাসুদ রানা।