তাজমহল দর্শন এ এবার থেকে অতিরিক্ত গ্যাটের কড়ি ফেলতে হবে। এবার থেকে দেশ ও বিদেশী পর্যটকদের ভারত এর উত্তর প্রদেশের আগ্রার তাজমহল দর্শন করতে গেলে অতিরিক্ত পয়সা দিতে হবে জানিয়েছেন আগ্রার জেলা প্রশাসন।আগ্রার আকিওলজিক্যাল অফ সার্ভে ইন্ডিয়া র ডিভিশনাল কন্ট্রোলার শ্রী অমিত গুপ্ত। তার কথায় দেশী পর্যটক আগে তাজমহল প্রবেশ করতে গেলে লাগতো,৫০, টাকা।তা বেড়ে এখন দাঁড়িয়েছে,৮০,টাকা। বিদেশি পর্যটক দের জন্য আগে ছিল,১১০০, টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে,১২০০, টাকা। এবং তাজমহল মূল ফটক এর সামনে যেতে গেলে অতিরিক্ত আরো,২০০, টাকা গ্যাটের কড়ি ফেলতে হবে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল ভারত উত্তর প্রদেশের আগ্রার তাজমহল।এটি স্হাপনা করেন মুগোল সম্রাট শাহজাহান। তিনি তার বেগম মমতাজ বেগম এর সৃতির উদ্দেশ্য এই তাজ মহল তৈরি করেন।যা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জন এটি দেখতে ভুল করেন না। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভীড় করে থাকে। এবং ভারতের বিদেশি আয়ের একটি বড় অংশ হল তাজমহল।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।