আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী তরুণলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এক আলোচনা সভা করেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তরুণলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আইয়ুবুর রহমান,সহ সভাপতি এডভোকেট মিলন সরকার,তরুণ লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ সৈয়দ হোসাইন চৌধুরী, দপ্তর সম্পাদক এডভোকেট আনিসুর রহমান বাদশা, শিক্ষানবিশ আইনজীবী ও কলামিস্ট কবির নেওয়াজ রাজ, ঢাকা মহানগর উত্তরের নেতা কাউসার মিয়া, অ্যাডভোকেট নাজমুল হাসান প্রমুখ। তরুণলীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ তার বক্তব্যে বলেন ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজ লাল সবুজের পতাকার বঙ্গবন্ধুর বাংলাদেশ।আরো বলেন কেন্দ্রীয় কমিটির ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণের সকল নেতা-কর্মীকে নির্দিষ্ট সময়ে ধানমন্ডি ৩২ এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুণ লীগের সকল নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করবে ইনশাল্লাহ । আজ বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমরা পেতাম না। বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ। তরুনরাই গড়বে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।