থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি দীর্ঘ গুহায় প্রায় দুই সপ্তাহ ধরে আটকে থাকো ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে আনুষ্ঠানিক অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। এরই মধ্যে গুহার আশপাশ থেকে সকলকে সরিয়ে দেয়া হয়েছে। সাংবাদিকদেরকে নির্দিষ্ট স্থানে থাকতে বলা হয়েছে। স্থানীয় সময় সকাল দশটার দিকে (বাংলাদেশ সময় নয়টা) এই উদ্ধার অভযান শুরু হয়েছে। ১৩ জন বিদেশি ডুবুরি এবং থাই নৌবাহিনীর ৫ সদস্য নিয়ে উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। খবর বিবিসির।
সংবাদ সম্মেলনে একজন সরকারী কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারের জন্য সম্পূর্ণ তৈরি উদ্ধাকারী দল। সকাল দশটায় গুহায় প্রবেশ করেছে তারা। এরআগে উদ্ধারকারী দল, ডুবুরী, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেখে বাকী সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।
গত ২৩শে জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভেতরে যাওয়ার পর আর বের হতে পারেননি। গুহায় ঢোকার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এতে করে তাদের বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়।