নিজের জীবনের চিন্তা না করে জনগণের জীবন রক্ষা করতে মাঠে কাজ করে যাচ্ছেন চাঁদপুুরের অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল স্নিগ্ধা সরকার।
করোনার দ্বীতিয় ঢেউ মোকাবেলা করতে দেশ জুরে পুলিশ বিভাগ গনসচেনতা বৃদ্ধি করতে মাঠে নেমেছেন। অফিসে বসে না থেকে চাঁদপুর সদর সার্কেল স্নিগ্ধা সরকার মাঠে কাজ করে যাচ্চেন।চাঁদপুর
শহরের বিভিন্ন সড়ক গুলিতে তাপ দাহের দাবানলে পুরে পথ চারি থেকে শুরু করে চালক ও যাএীদের মাস্ক পড়ার জন্য সচেতন করছেন,। পাশাপাশি গাড়িতে যাএী বহন দূরত্ব বজায় সহ করোনা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা দিতে দেখা যায়।
দিনের বেলা অফিস করে তিনি মাঠে নেমে সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ঘরে বসে থাকেন নি। সন্ধ্যা হলে তিনি মাঠে কাজ করতে দেখা যায়।
নিজের জীবনের কোন তোয়াক্কা না করে আজ মানুুষের জীবন বাঁচাতে করোনা যোদ্ধা হয়েছেন। চাঁদপুর সদর উপজেলা বাসীর ভাগ্যের ব্যপার। এমন মানবতার মানবিক একজন পুলিশ কর্মকর্তা পেয়েছেন।গত ক দিনে তিনি সকলের কাছে অনেক প্রসংশনীয় হয়ে উঠেছেন।, কেনো না তিনি মনে করেন জনগণের জান মালের দায়িত্ব নিয়ে যখন চাকুরিতে প্রবেশ করেছেন।, ঠিক তখন থেকে নিজের জীবনের কথা ভূলে জনগণের জীবনের কথা ভাবছেন বলে করোনার মতো মহামারির মাঝে মাঠে কাজ করছেন।
স্নিগ্ধা সরকার বলেন, জনগনণ আমাদের সহযোগীতা করলে করোনার দ্বিতীয় ঢেউ মহামারি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। তাছারা আমাদের চেষ্টা সফল হবে।আমি চাঁদপুর সদর উপজেলা বাসীকে অনুরোধ করবো আপনারা সরকারি বিধি মালা গুলো মেনে চলুন।তাহলে সুস্থ থাকবেন।