ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কালবৈশাখী আগাম সতর্কতা নদী ও বন্দরে।আর দুই একদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণের এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের মৌসুম ভবন থেকে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবরদের। সেই সঙ্গে আগাম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। এবং তৈরি থাকতে বলা হয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের। নদী ও সুমদ্র পথে ট্রলার ও লঞ্চ ও ভুটভুটি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক পন্যপরিবহন, জাহাজ যাতে গভীর সাগরে মধ্যে না থাকে সেটা বলা হয়েছে। এবং আন্তর্জাতিক পন্য পরিবহন জাহাজ গুলোকে নদী বন্দর এর কাছাকাছি থাকতে বলা হয়েছে। তবে এই ঘুর্নিঝড় এর প্রভাব কতটা ফেলবে বদ্বীপের এলাকায় এখনই বলা যাচ্ছে না। সাধারণ মানুষের যাতে ব্যপক ঘুর্নিঝড় এর হাত থেকে রক্ষা পায় তার জন্য সরকারি ইস্কুল ও কলেজ ফাঁকা রাখতে হতে পারে। নদী ও সুমদ্র বন্দর এলাকার মানুষ যাতে নিরাপদ আশ্রয় পায় তার জন্য সজাগ দৃষ্টি রাখছে প্রশাসন।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।