লিয়াকত রাজশাহী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত দুইটি বই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনকে উপহার দেন জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুর রব বাবু। গতকাল বিকেলে মোহনপুর উপজেলার তুলসীক্ষেত্র এলাকায় সংসদ সদস্য এর হাতে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর রচিত বই দুইটি তুলে দেন। বই দুটি হলো সাহিত্যিক ড. সুমন কুমার পান্ডে সম্পাদিত (পরিচালক এনএসডিএ, প্রধানমন্ত্রীর কার্যালয়) আমাদের বঙ্গবন্ধু ও চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু।
এ সময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ও নওহাটা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মোহনপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক বিজয় ও প্রভাষক মোঃ হুমায়ুন আহম্মেদসহ আরও আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।