গুজরাট থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার করেছে গুজরাট ও বারুইপুর জেলা পুলিশের উদ্যেগে। কিছুদিন আগে বারুইপুর জেলা পুলিশ এর অধীনে ক্যানিং এর এক বাসিন্দা সূদূর গুজরাট এ কাজ করতে গিয়ে সোনার দোকান থেকে প্রায়,চার কোটি পঞ্চাশ লাখ টাকার সোনার জিনিস নিয়ে পালিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করতে গুজরাট এর পুলিশ যোগাযোগ করে বারুইপুর জেলা পুলিশের সঙ্গে। অবশেষে আজ উদ্ধার করেছে চুরি যাওয়া সোনার জিনিস পত্র। এদিন ক্যানিং এর সোনাখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশ আদালত থেকে রিমান্ড মঞ্জুর করে তাকে গুজরাট এ নিয়ে যাওয়া হয়েছে।তার কাছ থেকে জানতে চাইবে এই ঘটনার পিছনে কারা যুক্ত ছিল। তবে অপরাধ মুক্ত বারুইপুর জেলা তৈরি করতে বদ্ধপরিকর হয়েছে আগে থাকতে পুলিশ সুপার শ্রী মনোলিস সেন আই পি এস।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম