সোমবার ১৯ এপ্রিল ২০২১: রাজধানী ঢাকা মিরপুরের কিলার বিপ্লবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মীর আলাউদ্দিনসহ ৩ সাংবাদিককে হত্যার আল্টিমেটাম দেয়া হয়েছে। বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিনকে মোবাইল ফোনে হুমকি দেয়ার ঘটনায় বিএমএসএফ’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, রাজধানীর মিরপুর এলাকার অপরাধ সাম্রাজ্যের গ্যাং লিডার মিরপুর ৬নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক একাধিক হত্যা, ধর্ষণ, ডাকাতি মামলার আসামী মিজানুর রহমান বিপ্লব ওরফে কিলার বিপ্লব।
তার বিরুদ্ধে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে এবং তার বক্তব্য নিয়ে মীর আলাউদ্দিন সরেজমিন প্রতিবেদন প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মীর আলাউদ্দিনসহ সংবাদ প্রকাশকারীদের হত্যার হুমকি দেয়। আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করছে।