ঢাকা সোমবার ১৯ এপ্রিল ২০২১: রাজধানীর মিরপুরে তিন সাংবাদিককে খুনের হুমকি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হতেই পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলীর নির্দেশে পুলিশের একাধিক টিম সাঁড়াশি অভিযান চালিয়ে এই পেশাদার দুর্বৃত্ত বিপ্লবকে গ্রেফতারে সক্ষম হয়েছেন। পুলিশের তড়িৎ পদক্ষেপে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর পুলিশের পল্লবী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ঘটনার সুষ্ঠুতদন্ত করে বিচার দাবি করেন।
উল্লেখ্য, মিরপুরের কিলার বিপ্লবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন। সংবাদ প্রকাশের কারনে মোবাইল ফোনে হুমকি প্রদান করে মিরপুর এলাকার অপরাধ সাম্রাজ্যের গ্যাং লিডার মিরপুর ৬নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক একাধিক হত্যা, ধর্ষণ, ডাকাতি মামলার আসামী মিজানুর রহমান বিপ্লব ওরফে কিলার বিপ্লব।
বিপ্লবের বিরুদ্ধে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে এবং তার বক্তব্য নিয়ে মীর আলাউদ্দিন সরেজমিন প্রতিবেদন প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মীর আলাউদ্দিনসহ সংবাদ প্রকাশকারীদের হত্যার হুমকি দেয়। আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করায় পল্লবী থানা পুলিশ সোমবার বিকেলে বিপ্লবকে গ্রেফতার করে।