লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ নুর উন নবী আল্ কামাল আযাদ গতকাল সন্ধা৬.২০ মিনিটে রংপুরে চিকিৎসা ধীন অবস্থায় ইন্তেকাল করেন, তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ সহ লালমনিরহাট জেলা ও পাটগ্রাম উপজেলার সকল নেতাকর্মীবৃন্দ।
অধ্যক্ষ শাহ নূর-উন-নবী আল কামাল আজাদের গ্রামের বাড়ি পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে। তার প্রথম জানাজা পাটগ্রাম টিএন স্কুল এ্যান্ড কলেজ মাঠে সকাল১১.০০ টায়,,দ্বিতীয় জানাজা আজ দুপুর ২.০০ টায়,,তার গ্রামের বাড়ি তে জানাজা শেষে সেখানে কবরস্ত করা হবে। তার মতো দক্ষ শিক্ষানুরাগি ব্যাক্তি পাটগ্রাম এ পাওয়া দুঃসাধ্য। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারকে শোক সইবার মত শক্তি দান করুন,আমিন।