কিন্তু এতো বিপুল পরিমান অর্থ জোগাড় করতে পারছেনা তার দরিদ্র পরিবার।সোমার বাবা শহরে একটি সুপার শপে সামান্য বেতনে চাকুরি করেন।মা সবিতা রায় গৃহিনী।তিনি ও অসুস্থ।একমাত্র ছোট ভাই অয়ন এই বার এইচএসসি পাস করেছে।
সমাজের বিত্রবান মানুষের কাছে সোমার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।মানুষের সহায়তা পেলে হয়তো তার চিকিৎসা হবে।ফিরে পেতে পারে জীবন। সংসারের হাল ধরতে পারবে।
জানা যায়, যশোরের বেজপাড়ার বাসিন্দা অশোক রায় ও সবিতা রায়ের একমাত্র মেয়ে সোমা। পড়ালেখার পাশাপাশি হোম টিউটর, দক্ষ কম্পিউটার প্রশিক্ষক ও গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের একজন সার্ভিস হোল্ডার হিসাবে পরিবারের হাল ধরেছিলেন।সোমার ইচ্ছা ছিলো পড়াশোনা শেষ করে একজন আদর্শ শিক্ষিকা হওয়ার। কিন্তু সেই সপ্ন যে ভাংগার উপক্রম হয়েছে, মরনব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার কারনে।
চিকিৎসকরা বলেছে,দ্রুত অপারেশন করতে পারলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।তার চিকিৎসার জন্য দ্রুত ভারত নিতে হবে।
তার জন্য দোয়া ও সহোযোগিতা চেয়েছেন তার পরিবার ও সহপাঠিরা।
সোমাকে সাহায্য পাঠাতে -,
1631510195984(Shoma Roy)
(ডাচ বাংলা ব্যাংক নিজস্ব এক্যাউন্ট)
01941346344(বিকাশ/নগদ)
01941346344(রকেট)
প্রয়োজনে কথা বলতে পারেন- 01926945475(সবিতা রায়,সোমার মা)